বেশ কয়েকদিন ধরে এই সাইটে এসেই প্রায় একরকম রোজই বলা যায় একই ধরণের বাক্যালাপ দেখে, বলতে বাধ্য হচ্ছি একপ্রকার। @Juena আপনি দোষী বা দোষীনন সেটা সবচেয়ে ভালো আপনি জানেন। আর আপনার কথা শুনে যখন এডমিন আপনার ব্যান তুলে নিয়েছেন - তখন তা নিয়ে এত কথা বাড়ানোর কিছু আছে কি?
কিন্তু একটা কথা আপ্নিও মানতে আশা করি বাধ্য হবেন যে আপনাকে ব্যান করার মত যথাযথ প্রমান এডমিনের আছে। আর আপনি একা তো নন, আপনার সাথে আরেকজনও তো আছেন, হতে পারে তিনিই দোষী অথবা নন; আর একটু ভেবে বলেন তো আপানারা দুজন ছাড়া বইটি যখন কেউ ডাউনলোড করেননি, তখন অন্য কারুর পক্ষে এটা লিক করা কি আদৌ সম্ভব?
আর এবার আসি সেই সাইটের এডমিনের কথায়... আপনি লিখেছেন এখানকার বই আপনি কথামতো আর আপনার সাইটে আপলোড করছেন না, খুব ভালো কথা এবং আপনি অন্য একজন নিরপরাধ ব্যক্তির কষ্টেও কষ্ট পাচ্ছেন, সেটা শুনেও ভালো লাগলো কিন্তু এখানে একজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনি নিজে কেন বলছেন না যে, আপনি বইটি কিভাবে পেলেন বা কার থেকে পেলেন। তাহলে তো আর এত কথাই থাকে না।
আবার ফিরে আসি @juena কাছে, ভুল ভাব্বেন না। আপনি লিখেছেন - " মানুষের জীবনের চেয়ে আপনার আপলোড করা PDF এর গুরুত্ব বেশি। কিন্তু আপনি যদি এখানে স্বেচ্ছাচার করে থাকেন, বিবেককে মা'র দিয়ে নিজের ঘোষণাকে কিছুটা হলেও meaningful বানানোর অপচেষ্টা ক'রে থাকেন, তাহলে এতগুলো কাজের সাথে আরও একটুখানি যোগ ক'রে নেবেন...সময় আপনার বিচার অবশ্যই করবে।"... কিন্তু যদি পারেন কখনও একটি কমিক্স অনুবাদ করার বা শুধু স্ক্যান-এডিট করার চেষ্টা করবেন, তারপর সেই জিনিসটা কোনো স্বীকৃতি ছাড়া দেওয়ার পর বলুন কথাটা(যদিও এখানে কারুর জীবনের প্রশ্ন আছে কিনা বলতে পারবো না)... তারপর বলুন এডমিন কোনো স্বেচ্ছাচার করছেন নাকি নিতান্তই পরিস্থিতির চাপে এইরকম পদক্ষেপ নিচ্ছেন।